সু শিক্ষা নয়
তানজিনা খানম
সহকারি শিক্ষিকা
————————————————–
লেখাপড়া শিখে তোরা হইলি কেনরে কপাল পোড়া।
কাজ করিস না ঘুষ ছাড়া,
এই নাকি তোদের শিক্ষার ধারা।
ধনির চেয়ে — জ্ঞানি বড়
যদিজ্ঞানী – সত্য হয়।
কু জ্ঞানে – জ্ঞানী হলে তাদের জীবনখানি বৃথা যায়।
বি. এ – এম.এ পাস করে।
বসেছো তোমরা রুপ চেম্বারে।
বেতন নিয়ে কলম রেখে।
উপরীর জন্য রও খাড়া।
উপরী কিছু পেলে পারে ফাইলেতে সই দাও ,যে করে।
তা – না হলে ফাইল টি তে তোমরা
দাওনা যে কভূ নাড়া,
তানজিনা খানম ভেবে কয়
কি লাভ হলো এ শিক্ষাই
এমন শিক্ষা করলে পারে
জাতি যাবে রসাতলে।
ধন্যবাদ সকল কে।