শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল শেখ (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের মৃত তবিবুর শেখ এর ছেলে।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক শরিফুল শেখ গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নিজের ক্ষেত থেকে পেঁয়াজ তুলে নিজ বাড়িতে ফেরার পথে একই গ্রামের জনৈক ঊষা শেখের জমিতে বৈদ্যুতিক সেচ মটরের তারে
অসাবধানতাবশত বাম হাত জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন টের পেয়ে তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পষ্টে কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।