চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ টেকনাফের ডা. জামাল আর নেই

কে এম নুর মোহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ফুলের ডেইলের এলাকার নিবাসী হৃদরোগ বিশেষজ্ঞ ও হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা

ডাঃ জামাল আহমদ (৬৭) আর নেই।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি আজ সোমবার (১৫ এপ্রিল) ভোররাত ৩ টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
ডা. জামাল আহমেদের ছেলে ডা. সালাউদ্দিন জামাল মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
তিনি বলেন,বেশ কিছুদিন ধরে কিডনীর অসুস্থতায় ভুগছিলেন। গত ১২এপ্রিল জামাল আহমেদকে ভারতে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসা শেষ করে দেশে ফিরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মৃত্যুবরণ করেন।
আজ সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তার মৃতদেহ টেকনাফের হ্নীলায় গ্রামে নিয়ে যাওয়া হবে।

ডাঃ জামাল আহমেদ ছিলেন টেকনাফে প্রথম এমবিবিএস ডাক্তাটী পাস করেন। পরে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রাম সিএসসি.আর হাসপাতালে কর্মরত ছিলেন।

তিনি ছিলেন দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তালিকায় তিনি একজন।

উল্লেখ্য,১৯৯৮ সালে টেকনাফের হ্নীলায় জন্মভূমিতে পিতা-মাতার নামে গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তিনি ২৫ বছরের বেশী সময় ধরে এলাকার মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষায় অবদান রাখেন তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।

Leave a Reply

Your email address will not be published.