জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে মুন্দাইল মোর নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়৷
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে  ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাক হেফাজতে নেয়।
  নিহত দুই ব্যক্তি হলেন, হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার আজিজার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫)এবং একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আলু বোঝয় একটি ট্রাক নিচিন্তা থেকে ইটাখোলার দিকে রওনা হলে মুন্দাইল মোড়ে পৌছামাত্র সামনে দিক থেকে আসা ওই মোটরসাইকেল আরোহী ট্রাকের সামনে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয় অপর জন হাসপাতালে নেওয়া হলে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *