ঢেউয়ের তোড়ে হারিয়ে যাওয়া জেলের মরদেহ ভেসে এলো তীরে

মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সজিব (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সৈকত এলাকায় ভেসে আসে মরদেহটি। সজিব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) দুপুরে ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে সমুদ্রে যান। তখন ঢেউয়ের তোরে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন তিনি। পরবর্তী অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় জোয়ার সঙ্গে তার মরদেহ ভেসে ওঠে।

নৌ পুলিশ কুয়াকাটার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সোমবার নিখোঁজের পরে আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে মঙ্গলবার জোয়ারের তোরে ভেসে ওঠে। মরদেহটি ফুলে উঠেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.