মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চলন্ত ভ্যানের সাথে সিলিন্ডার বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গণেশ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় বাবুল হোসেন (৫৫) নামের এক ভ্যান চালক আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার(৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর ঈদগাঁও মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকের সাথে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত গণেশ বিরামপুর পৌরশহরের বনখনজা এলাকার চয়ন রায়ের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গ্যাসের সিলিন্ডার বোঝায় একটি ট্রাক ফুলবাড়ির দিকে যাচ্ছিল।একই সময় বিপরীত দিক থেকে একটি ভ্যান যাত্রীসহ বিরামপুরের দিকে আসতে ছিল। ভ্যানগাড়ি এবং ট্রাকটি টাটকপুর এলাকার পৌছিলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ এ দূর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী গণেশ রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ভ্যানের চালক বাবুল হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গণেশ রায় নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বাবুল হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবারের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।