মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জামায়াত গণমানুষের কল্যাণ, আদর্শ জাতি গঠন, সুন্দর ও প্রগতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করে বলে উল্লেখ করেছেন দলটির জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য এবং জয়পুরহাট ১ আসনের জামায়াতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
সোমবার(১১ নভেম্বর)বিকেলে জয়পুরহাটের কালাই বাস স্ট্যান্ডে জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখা আয়োজিত এক কর্মী ও সুধী সমাবেশে উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী গতানুগতিক রাজনৈতিক দল নয় উল্লেখ করে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী আন্দোলন ও সংগ্রামের নাম জামায়াতে ইসলাম। জামায়াত ব্যতিক্রম, আমরা যে কাজই করি তা মনগড়া কোনো কাজ নয়, কোরআন সুন্নাহ আমাদের গাইডলাইন।
তিনি বলেন, আমরা সেই নির্দেশনা মোতাবেকই দেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। ৫ আগষ্ঠ এর পর স্বৈরাচার সরকারের যেসব দোসরদের বিরোদ্ধে হত্যা,নাশকতাসহ বিভিন্ন মামলা হয়েছে সেসব আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছেন, তাদের দ্রত আইনের আওতায় এনে বিচার করা । আর ন্যায়বিচারের জন্য মানুষের এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে হবে না। জামায়াতে ইসলামী কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি
জামায়াতে ইসলামী তরুণদের প্রতি আস্থাশীল উল্লেখ করে আমির বলেন, ‘জামায়াত তরুণদের এমন শিক্ষা দিতে চায়, তারা আল্লাহর ভয় করবে, মানুষকে ভালোবাসতে শিখবে, দেশকে ভালোবাসতে শিখবে। সুশিক্ষার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত কাজ তাঁদের হাতে চলে আসবে। কোনো মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে। জামায়াত সেই বাংলাদেশের স্বপ্ন দেখে। জামায়াত এমন বাংলাদেশ চায়, যেখানে হিংসা হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচিত হবে। প্রতিশোধের রাজনীতি না চাইলেও ফ্যাসিস্ট সরকারের খুন হত্যা, গুম এবং অর্থ চুরির বিচার হতে হবে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মন্ডল, জয়পুরহাট ২ আসনের জামায়াত ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক আব্দুল আলিম, ওলামা বিভাগের সভাপতি মোজাফ্ফর হোসেন, জামায়াত নেতা গোলাম আজম,মতিয়র রহমান, আজিজুল ইসলাম প্রমুখ।