জয়পুরহাটে-২ আসনের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি)

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলার গত কয়েক দিন থেকে অব্যাহত ভারি বৃষ্টির কারনে পানিবন্দী হয়ে পড়া ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ ও রাস্তা-ঘাট পরিদর্শন করেছেন, জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি)। আজ শুক্রবার(১১ আগস্ট) সকাল দশটা থেকে উপজেলার তুলশীগঙ্গা ও মামুদপুর ইউনিয়ন, বিলের ঘাট থেকে ঐতিহাসিক আছরাঙা দীঘি সহ বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ ও পানি বন্দী হয়ে পড়া এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন।

এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আঃ মজিদ মোল্লা, ক্ষেতলাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাশেদ ইমরান,

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, হুইপের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত, তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান খান, মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন, স্বপন কুমার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এস এম মোরশেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আবু মুসা কিং, ছাত্রলীগ নেতা ওয়াকিল আহম্মেদ, কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরী (জুলু)সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.