জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক এর বিরোধিতা করছে

কালের সংবাদ ডেস্কঃ আসন্ন নির্বাচনে দলের পক্ষ থেকে বলা হচ্ছে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। আবার নির্বাচনের আগে রাজনৈতিক জোট করার কথাও বলছেন কেউ কেউ।

নির্বাচন নিয়ে দলীয় অবস্থান অনেকটা ধোঁয়াশায়।

বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইছে। কিন্তু জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক এর বিরোধিতা করছে। নেতারা শুধু বলছেন বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

সুষ্ঠু নির্বাচন কীভাবে হতে পারে তার কোনো রূপরেখা দলটির পক্ষ থেকে দেয়ার কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। এসব বিষয়ে হতাশ দলটির নেতাকর্মীরা।

বারবার একটা প্রশ্ন শুনতে হয় জিএম কাদের নাকি রওশন এরশাদ পন্থি? এই প্রশ্নের কোনো জবাব থাকে না দেয়ার মতো।

বেশকিছু নেতা কর্মি মনে করেন জাতীয় পার্টির রাজনীতি এখন একটা টালমাটাল অবস্থায় আছে। জিএম কাদেরের নেতৃত্বে আমরা চাই দলটা ঠিক থাকুক। কিন্তু রওশন ও বিদিশা এরশাদের হাতে নেতৃত্ব ভার গেলে ক্ষতিকর হবে। তিনারা আরও বলেন, রংপুর-৩ আসনে যেহেতু এরশাদ সাহেব নির্বাচন করতেন আমরা চাই বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এই আসন থেকে নির্বাচন যাতে করেন।

Leave a Reply

Your email address will not be published.