দুর্নীতিবাজদের বিচারের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে লিফলেট বিতরণ

লাইলা চৌধূরী প্রতিবেদকঃ  দুর্নীতিবাজদের বিচারের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৯ আগস্ট সকাল ১০ টায় এই কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগান নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে-আন্দোলন করতে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ যেমন জানাই, তেমনি দুর্নীতিগ্রস্থ সাবেক সকল রাজনৈতিক দল ও নেতাকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।

Leave a Reply

Your email address will not be published.