নওগাঁর বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়নে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বুলবুল আহম্মেদ নওগাঁ বদলগাছী  প্রতিনিধিঃ  ৯ই ডিসেম্বর সোমবার  বিকাল ৫ টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজার এলাকায়, শিবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 বিলাশবাড়ী ইউনিয়নবাসী কর্তিক আয়োজিত – সুধী সমাবেশে বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক  সাজ্জাক হোসেন এর সভাপতিত্বে-এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি স্পীকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ ৩ বদলগাছী-মহাদেবপুর আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বিএনপি নেতা ইফতেখার আহমেদ ইফতি,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক-পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলম খান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর ও বদলগাছী থেকে আগত  বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, জিয়া সাইবার ফোর্স নেতৃবৃন্দসহ স্থানীয়
 বিএনপির কর্মী সমর্থক ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.