নিরপেক্ষ সরকারকে যে যে নামেই ডাকুক- বিএনপি

কালের সংবাদ ডেস্ক ঃ বর্তমান সংবিধানের আলোকেই তত্ত্বাবধায়ক সরকার বহাল রয়েছে, আওয়ামী লীগ গায়ের জোরে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করছে।

পঞ্চদশ সংশোধনী নিয়ে বিচারপতি খায়রুল হক অবৈধ রায় দিয়েছেন। তিনি অবসরে যাওয়ার ১৬ মাস পরে রায়ে সই করেছেন, আবারো রায়ের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলা হয়েছে।

কোনোভাবেই বিএনপি নির্বাচনে যাবে না বর্তমান সরকারের অধীনে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৬ সালের ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংশোধনী প্রস্তাব এনেছিলেন।

সংবিধানের ধারাবাহিকতা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন।

নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চাই। সেই নিরপেক্ষ সরকারকে যে, যে নামেই ডাকুক। আগামীর নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। বিগত সময়ে ৪/৫টি নির্বাচন অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। সেসব নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে। কারণ আজকে বাকশাল প্রতিষ্ঠার জন্য ভিন্নভাবে পঞ্চদশ সংশোধনী নিয়ে এসেছে আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published.