“শীঘ্রই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে” প্লাবিত এলাকা পরিদর্শনকালে নুরুজ্জামান বিশ্বাস এমপি

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও দাশুড়িয়া ইউনিয়নে বৃষ্টির পানিতে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

শুক্রবার ১৮ আগষ্ট সকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও দাশুড়িয়া ইউনিয়নের বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মালিথা জানান, দুই ইউনিয়নের পাঁচটি মৌজার কয়েক হাজার বিঘা ফসলি জমি প্লাবিত হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, শিল্প কল কারখানা, বাড়ি ঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। এতে জন ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস প্লাবিত এলাকা পরিদর্শন কালে দাশুড়িয়া রেলওয়ে স্টেশনে ভোগান্তির শিকার মানুষগুলো একত্রিত হয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরী ভিত্তিতে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মারিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসী কাকলি, কৃষক নেতা মুরাদ আলী মালিথা, বঙ্গবন্ধু সৈনিক লীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ বাবু ও জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published.