সিলেট নির্বাচনে সতর্ক আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী

কালের সংবাদ ডেস্কঃ সতর্ক আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখেই সিলেটে নির্বাচনে কাজ চালাচ্ছে আওয়ামী লীগ। নেতারা বলছেন; কে ভোটে আছে কিংবা নেই- সেটি দেখার বিষয় নয়। প্রতিপক্ষ তো প্রতিপক্ষই। ভোটেই পাস করতে হবে। এ কারণে সিলেটে আওয়ামী লীগ আগের মতোই সক্রিয়। আরিফের নির্বাচন না করার ঘোষণায় স্বস্তি ফিরে আওয়ামী লীগ শিবিরে।

নেতা-কর্মীরাও হাঁফ ছেড়ে বাঁচেন। তবে সিলেটের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা নির্বাচনকে খুব সহজভাবে নিচ্ছেন না। নির্বাচনের ছক যেভাবে সাজানো আছে সেভাবে প্রচারণা সহ অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির একাধিক নেতা।

তারা জানিয়েছেন- মাঠে যেসব প্রার্থী আছেন তাদেরকে গুরুত্ব দিতে হচ্ছে। ভোটের মাধ্যমে আওয়ামী লীগ নগরে জয়লাভ করতে চায়। এর বিকল্প কিছু নেই। নির্বাচনী প্রচারাভিযানের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীকে নগরের মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এতে করে পরিচিতি যেমন বাড়বে, তেমনি মানুষের সঙ্গে নৌকার প্রার্থীর সম্পৃক্ততা বাড়বে। এ ছাড়া- প্রার্থী এলাকা এলাকায় ঘুরে নগরের সমস্যাবলী নিজ চোখে দেখছেন। কোথায় কী করতে হবে সেটিও প্রচারণার মাধ্যমে রিহার্সেল হয়ে যাবে। সিলেট নগর আওয়ামী লীগের তৃণমূল তেমন শক্তিশালী নয়। এবার আনোয়ারুজ্জামান চৌধুরী প্রার্থী হওয়ায় তৃণমূল খুশি।

Leave a Reply

Your email address will not be published.