হেযবুত তাওহীদের উপরে হামলা ও হুমকির প্রতিবাদে জাতিসংঘসদর দপ্তরের সামনে মানববন্ধন

সারমিন সুলতানা চৈতী রিপোর্ট ঃ বাংলাদেশে হেযবুত তাওহীদ সদস্যদের উপর ক্রমবর্ধমান হামলা হুমকির প্রতিবাদে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে হেযবুত তাওহীদ ইউএসএ সোমবার (অক্টোবর ২০২৪) নিউইয়র্ক সময় সকাল ১১টায় মার্কিন যুক্তরাষ্ট্রেরনিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

মানববন্ধনে অব্যাহত হামলা হুমকি বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘেরমহাসচিব আন্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করা হয় এবংজাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

মানববন্ধনে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদ ইউএসএর প্রেসিডেন্টহারুন রশিদ তিনি বলেন, হেযবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমামহোসাইন মোহাম্মদ সেলিমের জীবন হুমকির মুখে উগ্রবাদী গোষ্ঠীটিইমামের বাসভবন ধ্বংস করার হুমকি দিয়েছে ইতোমধ্যে তারা হেযবুততাওহীদের ইমামের বাড়ি সংলগ্ন প্রায় পঞ্চাশটি পরিবারের উপরহামলা করেছে এবং সারাদেশে ৮টি জেলা কার্যালয়ে হামলা ভাংচুরচালিয়েছে যার ফলে সংগঠনের সদস্যদের কোটি কোটি টাকারক্ষয়ক্ষতি হয়েছে

হারুন রশিদ আরও বলেন, হেযবুত তাওহীদ একটি অরাজনৈতিকধর্মীয় সংস্কারমূলক আন্দোলন গত এক দশকে ধর্মীয় উগ্রবাদেরবিরুদ্ধে প্রায় দুই লক্ষাধিক জনসচেতনতামূলক সভা করেছেআন্দোলনটি আন্তঃধর্মীয় সম্প্রীতি, নারীদের অগ্রগতি এবং সুস্থসাংস্কৃতিক কর্মকাণ্ডের পক্ষে কথা বলছে তারা যা ধর্মান্ধ গোষ্ঠীটিরদৃষ্টিভঙ্গীর বিপরীত যে কারণে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতেপরিণত হয়েছে হেযবুত তাওহীদ

তিনি বলেন, সম্প্রতি, উগ্রবাদী গোষ্ঠীটি হেযবুত তাওহীদের ইমামহোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ির সামনে একাধিক বেআইনিসমাবেশ করে সেখানে তারা হেযবুত তাওহীদকে উৎখাত করার হুমকিদেয় একইভাবে ২০১৬ সালেও হামলা চালানো হয় সে সময় মিথ্যাগুজব রটিয়ে নির্মাণাধীন একটি মসজিদ ধ্বংস, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ এবং হেযবুত তাওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যাকরা হয়, যার কোনো বিচার হয়নি

সময় হারুন রশিদ জাতিসংঘের কাছে হেযবুত তাওহীদেরসদস্যদের, বিশেষ করে অরক্ষিত নারী, শিশু এবং বয়স্কদেরকেনিপীড়ন নির্যাতন থেকে রক্ষা করার জোর দাবি জানানমানববন্ধনে হেযবুত তাওহীদের ইউএসএ সদস্যরা বাংলাদেশেআন্দোলনটির সদস্যদের উপর হামলা, হুমকির তীব্র নিন্দা প্রতিবাদজানান সহিংসতা প্রতিরোধে এবং তাদের মানবাধিকার রক্ষার জন্যআন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন

Leave a Reply

Your email address will not be published.