জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২৩ বাস্তবায়নে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার নিরসনকল্পে মত বিনিময় সভা

আরিফ চৌধুরী, গাজীপুর প্রতিনিধিঃ টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ২০২৩ বাস্তবায়নে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার নিরসনকল্পে শিক্ষক অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের হলরুমে এ আয়োজন করা হয়। 

এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে নতুন শিক্ষাক্রমের বাস্তবমুখী সুফল নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। 

এ সময় তিনি বলেন, বর্তমান শিক্ষা কারিকুলাম অধিকতর যুগোপযোগী। শিক্ষার্থীদের শুধু মুখস্ত নির্ভর নয় বরং সামাজিক প্রেক্ষাপটে জ্ঞান অর্জনেও সক্ষম ভূমিকা পালন করে। 

তিনি আরোও বলেন, বর্তমান শিক্ষা কারিকুলাম একজন শিক্ষার্থীকে মেধাবী, প্রগতিশীল ও মানবিক গুনাবলীতে অনন্য মানুষ হিসেবে তৈরীতে সহায়তা করে। 

Leave a Reply

Your email address will not be published.