দায়িত্ব

কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা 

-“দায়িত্ব”-

দায়িত্ব মানুষকে বাঁধে মনুষ্যত্ব দিয়ে,

দায়িত্ব পালন করতে হয় মেধা নিয়ে।

দায়িত্ব কাজকে পাক-পবিত্র করে,

দায়িত্ব সৎ গুণকে আগলে ধরে।

দায়িত্ব সময়কে ঠিক কাজে লাগায়,

দায়িত্ব পশুত্বকে নিমিষে গিলে খায়।

দায়িত্ব জীবনে লড়াই করতে শেখায়,

দায়িত্ব এগিয়ে যাওয়ার পথ দেখায়।

দায়িত্ব আপন মূল্যবোধ বৃদ্ধি করে,

দায়িত্ব উন্নত মানব সভ্যতা গড়ে।

দায়িত্ব মনকে সাজায় রাঙিয়ে তোলে,

দায়িত্ব কাজেকর্মে মধু ছড়ায় বোলে।

দায়িত্ব সমৃদ্ধ করে মানব জীবন,

দায়িত্ব ফুলে ফুলে ভরে দেয় ভুবন।

দায়িত্ব রঙিন স্বপ্নকে বাঁচিয়ে রাখে,

দায়িত্ব মানুষকে প্রতিমুহুর্ত ডাকে।

দায়িত্ব মনের অহংকার করে দূর,

দায়িত্ব কণ্ঠে গেঁথে দেয় কোমল সুর।

দায়িত্ব লোকের দক্ষতাকে বাড়ায়,
দায়িত্ব দেশের সকল দুর্নীতি তাড়ায়।

Leave a Reply

Your email address will not be published.