রুমায় শিক্ষা কর্মকর্তার বিদায় সম্বর্ধনা ও নবীন বরণ

শৈহ্লাচিং মারমা, রুমা সংবাদদাতা: বান্দরবানের রুমা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মংসিংনু মারমা বিদায় সম্বর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে রুমা উপজেলায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবারের উদ্যোগে
রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান।

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইনস্ট্যাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, শিক্ষক সমিতি সাবেক সভাপতি ও তমবিল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চনুমং মারমা, চিত্তরথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন চাকমা, রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, বেথেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাললিয়ান ত্লোয়াং লনচেও, বগামুখ পাড়া সরকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন নয়ন, পাইন্দু হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক মাজাইনু মারমাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বক্তব্য দেন।।

আলোচনা সভার এক পর্যায়ে বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা মংসিংনু মারমাকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে বিদায় সম্বর্ধনা দেয়া হয় এবং নবাগত সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিদায়ী মংসিংনু মারমা গত পাঁচ বছর আট মাস আগে সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে রুমা উপজেলায় যোগদান করেন এবং অতি সম্প্রতি আলীকদম উপজেলায় বদলী হন। অন্যত্র বদলী জনিত কারণে তাঁকে এই বিদায় সম্বর্ধনা দেয়া হয়।

বিদায় সম্বর্ধনা সভার উপস্থাপনায় দায়িত্ব ছিলেন আবু-লম্বা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সায়েদ উদ্দিন।

 

Leave a Reply

Your email address will not be published.