অনন্ত ভালবাসা 

      অনন্ত ভালবাসা
 এম এস এস রাজু      ইসলাম
তোমারেই  যেন ভালবাসিয়াছি
 শত রূপে শতবার. জনমে জনমে যুগে  যুগে আনি বার।
 চিরকাল ধরে মুগ্ধ হ্নদয় গাহিয়াছি গীতহার
 কত রূপ ধরে পড়েছ গলায়
নিয়েছে সেই উপহার। জনমে জনমে যুগে যুগে আনিবার।
 যত শুনি সেই অতীত কাহিনী — —-
 প্রচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা।
 অসীম অতীতে    চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে। কালো তিমির   রজনী    ভেদিয়া
 তোমারী মুরতি এসে।
 চির স্মৃতিময়ী ধূব্রতারকার বেশে।
 আমরা দুজন ভাসিয়ে এসেছি
 যুগল প্রেমের স্রোতে। অনাদি কালের  হৃদয়
উৎস হতে   —
 আমরা দুজন করিয়াছি খেলা।।
 কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে
 মিলন মধুর ল -জে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে।
আজি সেই চির দিবসের প্রেম
 অবসান লোভী আছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ  নিখিলের
দু:খ
 নিখিল প্রামের প্রিতি।
একটি প্রেমের মাঝারে   মিশেছে।
 সকল প্রেমের স্মৃতি।  ধন‍্যবাদ সকলকে।

Leave a Reply

Your email address will not be published.