অবহেলা

( অবহেলা )
এম এস এস রাজু ইসলাম।
** ** **
*কেউ যদি অবহেলা করে দোষ তার নয়।

দোষ তোমার- কারণ কিছু মানুষকে ।

বোঝানোর ক্ষমতা আমাদের নেই।

*তাই নিজের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।

পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হল মানুষের ভালবাসার হ্নদয় ।

এটা ভাঙতে কোন হাতুরির প্রয়োজন হয় না।

* শুধু মুখের কয়েকটি অবাঞ্ছিত অবহেলিত ভাষায় যথেষ্ট।

* পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন হল মা-বাবা, এবং স্বামী–বা স্ত্রী।
*দোষ তার নয় দোষ আমাদের নিজের।

কারণ তুমি তার কাজ হতে বেশি আশা করে ফেলেছ।

* যদি তুমি দরিদ্র বা গরীব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে।

*আর যদি ধনী হও তাহলে তোমার তো কথাই নেই।

* দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দু-বেলা তোমার খোঁজ নেবে।।

* সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দাও।

ভালোবাসা হারিয়ে গেলে কেঁদে কি আর লাভ।

* যদি কষে যাই ভালোবাসার অন্তর
আর বেড়ে যায় তার দূরত্ব-
বুঝে নিও প্রয়োজনের চেয়ে বেশি তুমি তাকে দিয়েছিলে খুবই গুরুত্ব।

* যে তোমার কথা চিন্তা করবে।
তোমাকে নিয়ে -যে ভাববে।
তোমার বিপদে সব সময় ছায়ার মত থাকবে।
তুমি তার সাধ নাই বিভোর হয়ে- ভালোবাসায় মত্ত হও।

তাহলে সুখী হতে পারবে সারা জীবন।
% ধদ‍্যবাদ %

Leave a Reply

Your email address will not be published.