অমুসলিমদের জান-মাল রক্ষায় বিএনপি জামাতের মতবিনিময়

মোহাম্মদ আককাস আলী :  নওগাঁয় অমুসলিমদের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী রঘুনাথজিউ মন্দিরে আয়োজিত সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী মাতৃপ্রসাদ চ্যাটার্জী এতে সভাপতিত্ব করেন।
সাম্প্রতিক সময়ের নৈরাজ্য তুলে ধরে বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় নেতা শ্রী নিরেন দাস, মাস্টার গোবিন্দ চন্দ্র, গোপাল চন্দ্র অধিকারী, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া। তারা জমিজমা সংক্রান্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে সংখ্যালঘুদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি করেন। জবাবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও সকলকে স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা দিয়ে বক্তব্য দেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মতিন মন্ডল,  উপজেলা জামাতের আমির আবদুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সাবেক আমির শহীদুল ইসলাম ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আক্কাস, মহির উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক আমিন ইসলাম, সম্পাদক ফেরদৌস আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.