অসহযোগ আন্দোলন: কি হতে যাচ্ছে কাল থেকে

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধিঃ  বিএনপি-জামায়াত ৭ জানুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলো। সেই সময় লন্ডনে পলাতক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলো। সেই অসহযোগ আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। জনগণ অসহযোগ আন্দোলনে সাড়া দেয়নি। অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে বিএনপি লিফলেট বিতরণ ছাড়া কোন কর্মসূচি পালন করতে পারেনি। এখন শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সেই পরিত্যক্ত অসহযোগ আন্দোলনকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিএনপি-জামায়াতের পরিত্যক্ত কর্মসূচি এবার শিক্ষার্থীদের মুখ দিয়ে দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন রোববার (৩ আগস্ট) থেকে। শুধু তিনি আন্দোলনের ডাকই দেননি এই কর্মসূচিতে কি করা যাবে না যাবে সে সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার এই যে, সমন্বয়কের এই বিবৃতি আর লন্ডনে পলাতক পলাতক তারেক জিয়ার ডিসেম্বরে প্রদত্ত বিবৃতি হুবহু এক। কিছু শব্দগত পরিবর্তন ছাড়া তারেক জিয়ার বক্তব্যকে হুবহু অনুকরণ করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই অসহযোগ আন্দোলন কি তাহলে তারেক জিয়ার ফর্মুলা।

Leave a Reply

Your email address will not be published.