আক্কেলপুরে  রাস্তার পাশের পুকুর থেকে শহিদুল নামে এক ব্যক্তির মৃতদেহ  উদ্ধার

মো: মোকাররম হোসাইন  জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তার পাশের একটি পুকুর থেকে মৃতদেহ  উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ।

ঘটনাটি আক্কেলপুর  উপজেলার রায়কালী ইউনিয়নের তেমাড়িয়া পাকড়দাড়িয়া এলাকার বাসিন্দা । নিহত ওই ব্যক্তি রায়কালী ইউনিয়নের চিয়ারিগ্রাম পশ্চিম পাড়ার খলিলুর রহমানের ছেলে শহীদুল ইসলাম(৪৫)। পরিবারের দাবী তিনি দীর্ঘদিন ধরে এপিলেপসি (মৃগী) রোগে আক্রান্ত ছিলেন।

  আক্কেলপুর  থানা পুলিশ সূত্রে জানা গেছে যে , নিহত শহীদুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন।

রবিবার দুপুরে আনুমানিক ২ টা ৩০ মিনিটে স্থানীয় এক গাছী গাছ থেকে খেজুরের রস সংগ্রহের কাজে গিয়ে রাস্তার পাশের খালে একটি বাই সাইকেলের একটি চাকা ও লুঙ্গির কিছু অংশ দেখতে পেয়ে  এলাকা বাসীকে খবর দেয়। স্থানীয়দের সহায়তায় সাইকেল ও লুঙ্গি পরিহিত ওই ব্যক্তিকে তোলার পরে স্থানীয়রা দেখেন পাশ্বপার্বতী  গ্রামের শহীদুল ইসলাম।

খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। গাছী শাহীন জানান,‘ আমি দুপুরে খেজুর গাছে ওঠার পরে সাইকেলের একটি চাকা ও লুঙ্গির কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই। পরে সকলেই মিলে তার দেহ উদ্ধার করা হয়েছে  ।

নিহতের মা শাহীদা বেগম বলেন,‘ আমার ছেলে অনেক দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রায় প্রায় অসুস্থ হতো। কয়েকদিন আগেও মরে যায়ার মতো অবস্থা হয়েছিল। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সাথে কথা বরে জানা যায় তিনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রাস্তায় হটাৎ তার শারিরীক সমস্যা হওয়ায় হয়তো সে পানিতে পরে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.