সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌর শহরের পুরাতন বাজার এলাকার ৩টি বেকারীতে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং বিষাক্ত কেমিক্যাল যুক্ত রং মিশ্রন করে বিভিন্ন ধরনের খাবার তৈরীর অভিযোগে বেকারীর ৩ মালিককে আটক করে জেল হাজতে প্রেরন করেন। আজ শনিবার দুপুর এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আমতলী পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় অবস্হিত নিউ বিসমিল্লাহ,খান ফ্রেশ বেকারী ও রিয়াদ বেকারীতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও ক্যামিক্যাললযুক্ত বিষাক্ত রং মিশ্রন করে খাবার তৌরী করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) এস,এম শরিয়তুল্লাহ এ অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এসময় তিন বোকারীর মালিক মোঃ মনির হোসেন (৪০), মোঃ সোহেল হাওলাদার (২৭) ও মোঃ রেজাউল করিম (৪২) কে আটক করে। পরে তাদের বিরুদ্ধে উপজেলা স্বাস্হ্য পরিদর্শক সাবেরা পারভীন বিশুদ্ধ নিরাপদ খাদ্য অধিকার আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে তিন জনকে জেল হাজতে পাঠানো হয়।
আমতলী উপজলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট এস,এম শরিয়তুল্লাহ বলেন, খাদ্য দ্রব্য ভেজাল মিশ্রনের বিরুদ্ধ অভিযান অব্যাহত থাকবে।