আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে।

 

বুধবার সকাল ১০ টা শুরু করে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

 

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ৩’শ ২৬ জন অভিভাবক ভোটার হন। ওই ভোটারদের নিয়ে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়। 

 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু বলেন, গত তিন বছর ধরে আমি এ বিদ্যালয়ের সভাপতি হয়ে বেশ সফলতার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করেছি। এ সময়ে বিদ্যালয়ের আমুল পরিবর্তন হয়েছে। দশ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের মাঠ ভরাট, সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছি। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয় বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।

তিনি আরো বলেন, বিদ্যালয় হোস্টেল নির্মাণ করতে ইতিমধ্যে প্রচেষ্টা অব্যহত আছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে অভিভাবক নির্বাচনে ভোটাররা আমার প্যানেলকে বিজয়ী করেছেন।

 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক নির্বাচনের প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপার ভাইজার মোঃ সেলিম মাহমুদ বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এতে ৩’শ ২৬ ভোটের মধ্যে এক’শ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

 

অভিভাবক সদস্য হিসেবে ফিরোজ আলম, কাওসার আহমেদ, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন তালুকদার এবং সংরক্ষিত নারী সদস্য নুসরাত জাহান বিজয়ী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.