আমতলী পৌর নির্বাচনে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান শুরু

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনকে ঘিরে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এবং সুষ্ঠ নির্বাচন নিয়ে জনমনে শংকা দুর করতে পৌর শহরেরর অভ্যতরে বহিরাগত বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। 

 

আজ বিকাল ৫টয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান শুরু হয়েছে।সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

 

এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে আলাপকালে তিনি জানান আগামী ৯মার্চ আমতলী পৌরসভার নির্বাচনে পৌর শহরে একজন বহিরাগতও থাকতে পারবেনা।   

 

আমতলী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮ শত ৩৯ জন। নির্বাচনে মেয়র প্রার্থী পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও নারী কাউন্সিলর পদে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

বহিরাগতদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বরগুনা জেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী জানান,আমতলী পৌরসভা নির্বাচনে একজন বহিরাগতও থাকতে পারবেনা। নির্বাচন সুস্ঠ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published.