আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বিএনএফ ও লফস এর শ্রদ্ধা নিবেদন

নিহাল খান, প্রতিনিধি রাজশাহী  :  রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এবং উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর উদ্যোগে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে রাণীবাজারস্থ অলোকার মোড় চেম্বার অব কমার্স ভবনের সামনে থেকে প্রভাত ফেরী শুরু হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।
রাজশাহী জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর পক্ষে জেলার দাযিত্বপ্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সহযোগী সংস্থার সদস্যদের নিয়ে রাজশাহী কলেজে অবস্থিত স্মৃতি স্তম্ভে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে ফুলেল তোরা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে শহিদ বেদিতে বীর শহিদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পারভীন, আইন সম্পাদক এ্যাড. শাহিনুল হক মুন, নির্বাহী সদস্য সেকেন্দার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, মুক্তা সরকার সহ সহযোগি সংস্থা নিকুঞ্চ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, লক্ষীপুর দুঃস্থ মহিলা শিল্প সংস্থার সভানেত্রী সুপিয়া ইসলাম, আরএসডিপি এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম ও রাজশাহী জেলার বিএনএফ এর সদস্য সংস্থাসমূহের প্রতিনিধিগন অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *