মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর :
নওগাঁর মহাদেবপুরের ইউএনও মো.আরিফুজ্জামান অসহায় এক নারী রোগীকে রক্তদান করতে ছুটে এলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই নারী রোগীর নাম জিন্নাতুন নেছা। তার বাড়ী মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিনগর গ্ৰামে। তার স্বামীর নাম ময়েন মণ্ডল। তথ্য অনুসন্ধানে জানাযায়,মহিনগর গ্রামের ময়েন মন্ডলের স্ত্রী জিন্নাতুন নেছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন। জরুরী ভিত্তিক তার রক্ত লাগবে। ওই নারীর রক্তের গ্রুপের সাথে মিল থাকায় ছুটে আসেন ইউএনও মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। তারপর শুরু হয় রক্ত দান। মানুষ মানুষের জন্য। সেবার মধ্যেই ধর্ম হতদরিদ্র অসহায় ওই নারী রোগীকে রক্ত দিয়ে প্রমাণ করলেন ইউএনও মো.আরিফুজ্জামান। তিনি আপাদমস্তক একজন সাদা মনের মানুষ। তাঁর সততা, ন্যায়নিষ্ঠা এবং ধর্মপ্রাণ মানসিকতা সাধারণ মানুষকে দারুণভাবে আকৃষ্ট করছে। অতি অল্প সময়েই তিনি মহাদেবপুরবাসীকে জয় করে নিয়েছেন।