”ঈদ মোবারক” -“কালের সংবাদ” প্রতিনিধি আমেরিকা

”ঈদ মোবারক”
পত্যাশা আর আনন্দের অভেদ মানবীয় মেল বন্ধনে — পবিত্র ইদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ।

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঈদের আনন্দের পরশ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে ,
সবার জন্যেই শুভ বার্তা বয়ে আনুক পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মোবারক। শুভ কামনা নিরন্তর ।

ধন্যবাদ ।

সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।উপদেষ্টা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বংগবন্ধু পরিষদ এবং এডিটর, বাপসনিউজ, “কালের সংবাদ” প্রতিনিধি আমেরিকা ও এনওয়াইবিডিনিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *