ঈশ্বরদিতে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি ঃ ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৯/০২/২০২৪ ইং বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদী এর পরিদর্শক, জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ফতেমোহাম্মাদপুর মিজান মোড়স্হ তিন তলা রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে  ঈশ্বরদী বাইপাস হতে  ঈশ্বরদী তিন তলা  রোড় গামী  একটি মোটরসাইকেল আটক পূর্বক তল্লাশি করে  মোটরসাইকেল এর সিটের উপর বসা অবস্থায় আসামিকে সময় ১৬:৩০ ঘটিকায় ঘেরাও পূর্বক আটক করে  আসামির দেহ ও মোটরসাইকেল  তল্লাশি করে মোটরসাইকেলের বাম পাশে হুকে ঝুলানো অবস্থায় একটি বাজারের ব্যাগের ভিতর পুরাতন কাপড় দ্বারা মোড়ানো ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার সহ নাম্বারবিহীন একটি মোটরসাইকেল জব্দ করেছে। এবং আসামি.মো: সোহরাব হোসেন  ওরপে রস্তম (৪২) পিতা মৃত তপু ব্যাপারি সাং-কাচারীপাড়া (রেল কলোনী), থানা ঈশ্বরদী জেলা পাবনা কে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী  থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.