ঈশ্বরদীতে আগুনে পুড়ে চার বসতবাড়ি ভস্মীভূত

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে দরিদ্র মানুষের চারটি বসত বাড়ি সহ আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবী আগুনে পুড়ে কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটের দিকে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গরু হাট সংলগ্ন বটতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ দিনমজুর জনি, সুজনসহ ৪টি পরিবার পাশাপাশি বসবাস করে আসছিলো। ঘটনার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন তাদের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার কর্মকর্তা মখলেস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রুপপুর গ্রীণসিটি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণ ঐ চার পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.