ঈশ্বরদীতে পল্লী চিকিৎসক হয়েও দীর্ঘদিন করছেন শিশু চিকিৎসা

আশরাফুল আবেদীন ঈশৃবরদী:  ঈশ্বরদী স্টেশন রোডে জনতা ফার্মেসীতে প্রায় ৪১ বছর ধরে শিশু বিশেষজ্ঞের মতো নবজাতক সহ শিশুদের সকল ধরণের চিকিৎসা, ঔষধ ও পরীক্ষা নিরীক্ষা করে আসছেন আনোয়ার হোসেন বাচ্চু (৫৮)।

কিন্তু তিনি কোন শিশু বিশেষজ্ঞ নন। মেডিক্যাল কলেজেও লেখাপড়া করেননি। প্রয়াত বাবা হারান আলী ছিলেন পল্লী চিকিৎসক। বাবার জন্য খাবার নিয়ে যেতেন বাচ্চু। বাবার পাশে বসে চিকিৎসা দেওয়া দেখতেন। এভাবেই কর্মহীন আনোয়ার হোসেন বাচ্চু হয়ে উঠেন লাইসেন্সবিহীন শিশু বিশেষজ্ঞ। তবে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জনের চোখ ফাঁকি দিয়ে নবজাতকসহ সকল শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

তবে বিষয়টি পাবনা জেলা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান সাহেবকে জানানোর পর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এভাবে যদি ডাক্তার হওয়া যেত তবে মেডিক্যাল কলেজ নির্মাণ করার প্রয়োজন ছিল না। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে”।

Leave a Reply

Your email address will not be published.