ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ ১৮ অক্টোবর। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও যথাযজ্ঞ মর্যাদায় শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। 
ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প মাল্য আর্পণ করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন  এবং সহোযোগী সংগঠনের নেতা কর্মীরা। 
এরপরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে নুরুজ্জামান বিশ্বাস এমপি শেখ রাসেলের প্রতিকৃতিতে পূষ্প মাল্য অর্পণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, এসি ল্যান্ড রাহাসান কবির, প্রকল্প উন্নয়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published.