ঈশ্বরদীতে স্বামীর চুরিকাঘাতে এক ইপিজেড কর্মীর মৃত্যু

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার সময় স্বামীর ছুরিকাঘাতে এক ইপিজেড নারী কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার ২ জুন সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে  ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এর সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নিহত ইপিজেড কর্মী রেনেসাঁ বারিন্দ্র লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত রিনা বেগম (২৯) রাজশাহীর বাঘা থানাধীন  আড়ানি  চক সিংগি পাড়া গ্রামের আকবর আলীর মেয়ে। স্বামী মিলন চাপাই নবাবগঞ্জ পৌর শহরের আশুলিয়া পট্টির শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, মিলন হোসেন নেশায় আসক্ত ছিলেন। এ নিয়ে দু’জনের মধ্যে কলহের জের ধরে দু’বছর ধরে আলাদা থাকতেন রিনা বেগম। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। মিলন প্রায়ই বাঘইলে ভাড়া বাড়িতে এসে রিনা বেগমকে উত্যক্ত করতেন।
জানতে চাইলে এ বিষয়ে পাকশি পুলিশ ফাঁড়ি ইনচার্জ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.