উত্তরার চাঁদাবাজরা কি সত্যিই আওয়ামীলীগার

কালের সংবাদ ডেক্স ঃ উত্তরায় পশ্চিম থানা এলাকার কিছু ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ চাঁদাবাজ সহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনি।

আসলে এরা কিভাবে আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনে স্হান পেলো তা এলাকা বাসীর বোধগম্যে আসেনা।

আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের সংগঠন।
আওয়ামীলীগ সাধারণ মানুষের কল্যানের সংগঠন।
কারা ঐ সব চাঁদাবাজ সন্ত্রাসীদের আওয়ামীলীগ দলের কমিটিতে নিচ্ছেন এটিও খতিয়ে দেখার সময় এসেছে এখন।

আওয়ামীলীগ কি আবারো তলিয়ে যাবে নীতিনির্ধারকদের ভুলে ?

নাকি দমনকরতে পারবে চাঁদাবাজ ও দখলদারদের ?

পার্টির ভাবমূর্তি রক্ষার্থে নীতিনির্ধারকদের আরো সতর্ক হবার পরামর্শ সাধারণ জনগনের।

হঠাৎ অভিযান চালিয়ে সজিব, সোহাগ ও মাসুদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনি । এ সময় তল্লাশি চালিয়ে সজীবের কাছ থেকে পায় ২২ হাজার ৪০০ টাকা, সোহাগের কাছ থেকে পায় ১৪ হাজার ৩৩০ টাকা ও মাসুদের কাছ থেকে পায় ৬ হাজার ৯৯০ টাকা এবং তা জব্দও করা হয়।

চাঁদাবাজ হিসেবে পরিচিত উত্তরা পূর্ব থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল মন্ডল। কারা তাকে পার্টির উক্ত পদে বসালেন তা ক্ষতিয়ে দেখা দরকার বলে মনে করেন জনগন।

Leave a Reply

Your email address will not be published.