বার্তা প্রেরক অসিত মন্ডলঃ লিডার্স অদ ̈ ১০ নভেম্বর ২০২৪ তারিখে তার প্রধান কার্যালয়ে উপক‚লীয় এলাকায় সুপেয় পানি সংকট নিরসনে গাজী ডিধংকিং ওয়াটারের ̄^ত্বাধিকারী মোঃ মুহসিন হোসাইনকে চেক হ ̄Íান্তর করেন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপক‚লে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বেড়িবাঁধ ভেঙে মিঠা পানির উৎসে লবণ পানি প্রবেশের কারণে খাবার পানির সংকট দিন দিন বেড়েই চলেছে। শুকনো মৌসুমে এই সংকট তীবধতর হয়ে ওঠে, যা উপক‚লবাসীর জীবনযাত্রায় ব ̈াপক প্রভাব ফেলে।
উপকূলীয় উন্নয়ন সং ̄’া লিডার্স এই সমস ̈া নিরসনে কাজ করছে। স¤প্রতি শ ̈ামনগর উপজেলার প্রাকৃতিক দুর্যোগকবলিত পদ্মপুকুর ইউনিয়নে জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ-২০২৩ প্রকল্পের আওতায় সুপেয় পানি উদে ̈া৩া তৈরির লক্ষে ̈ গাজী ডিধংকিং ওয়াটারের ̄^ত্বাধিকারী মোঃ মুহসিন হোসাইনকে চেক হ ̄Íান্তর করা হয়। এই উদে ̈াগের মাধ ̈মে লিডার্স ̄’ানীয় জনগণের জন ̈ সুপেয় পানি সহজলভ ̈ করতে অ১⁄২ীকারবদ্ধ।
লিডার্সের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হ ̄Íান্তর অনুষ্ঠানে উপি ̄’ত ছিলেন লিডার্স-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমার বর্মন, প্রোগ্রাম ম ̈ানেজার জনাব এবিএম জাকারিয়া, হেড অব এ ̈াকাউন্টস জনাব রায়হান কবির, টিম লিডার অসিত মন্ডল, মিল অফিসার জয়দেব যোদ্দার এবং এ ̈াডভোকেসি অফিসার তমালিকা মল্লিকসহ অন ̈ান ̈ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ ̈, উপক‚লীয় পানি ব ̈ব ̄’াপনায় কাজ করার ̄^ীকৃতি ̄^রূপ ২০২৩ সালে লিডার্স সংযু৩ আরব আমিরাতের জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ ২০২৩ অর্জন করেছে এবং ২০১৫ সালে আন্তর্জাতিক ওয়াটার শোকেজ পুর ̄‹ারপ্রাপ্ত হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জন ̈ সুপেয় পানির সহজলভ ̈তা নিশ্চিত করতে এবং তাদের জীবনমান উন্নত করতে লিডার্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।