উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে উপকূল দিবসেবিশেষ আলোচনা ও মানববন্ধন

তমালিকা মল্লিক প্রতিবেদকঃ  ১৩ই নভেম্বর ২০২৪ রোজ বুধবার উপকূল দিবস উপলক্ষে উপকূলীয়অঞ্চলের সুরক্ষাটেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে সুন্দরবনপ্রেসক্লাবে লিডার্সের আয়োজনে আয়োজিত হলো বিশেষ আলোচনাসভামানববন্ধনঅনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উপকূল এলাকারপরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, এবংস্থানীয় জনগণের টেকসই জীবনমান নিশ্চিত করার জন্য সমন্বিতপদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকরনজিকুমার বর্মন আলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন ফরেস্টমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীআরোউপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম অফিসারবি এম জাকারিয়া, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বেলালহোসেন, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ প্রমুখঅনুষ্ঠানেবক্তারা উপকূল অঞ্চলের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেনবিশেষ করে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-জলোচ্ছ্বাস, মাটি ক্ষয়, এবং পানিরলবণাক্ততা বৃদ্ধির ফলে এই অঞ্চলে জীবন-জীবিকার ওপর যে প্রভাবপড়ছে, সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জোর দেওয়া হয়বক্তারাবলেন, উপকূলীয় এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়েঝুঁকিপূর্ণ, এবংসমস্যা সমাধানে টেকসই উন্নয়ন কৌশল প্রয়োগেরকোনো বিকল্প নেই

লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিকুমার বর্মন বলেন, সঠিক পরিকল্পনাকার্যকরী উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকারসুরক্ষা সম্ভবউপকূলবাসীর জীবনমান উন্নয়ন, কৃষিমৎস্য খাতেরটেকসই উন্নয়ন, এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য আধুনিকপ্রযুক্তির ব্যবহার প্রয়োজনতিনি উপকূলের সংকট নিরসনে উপকূলীয়উন্নয়ন বোর্ড গঠন করার দাবি জানান

আলোচনা সভার পাশাপাশি মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপকূলেরমানুষের অধিকারের সুরক্ষা, শিক্ষাস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবংপরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানমানববন্ধনে বক্তারা বলেন, “উপকূলীয় এলাকার মানুষের টেকসইভবিষ্যনিশ্চিত করতে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবেএজন্য সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসনসাধারণ মানুষকেসম্মিলিতভাবে কাজ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published.