উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে উধুনিয়া হইতে পংখারুয়া রাস্তার কাজে ব্যাপক অনিয়ম

চলনবিল প্রতিনিধি, আশিকুর রহমান (রিয়াদ): উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে ফসলী জমি,বাড়ি ও বাড়ির পালান কেটে ব্যাপক অনিয়মে চলছে উধুনিয়া হইতে পংখারুয়া রাস্তার কাজ। ধরাছোঁয়ার বাইরে দুর্নীতিবাজ ঠিকাদার মোঃজুয়েল রানা। উধুনিয়া হইতে পংখারুয়া রাস্তার কাজে ব্যাপক অনিয়মে,রাস্তার কাজটি প্রথমে আসে সাবমারসিবল রাস্তা, দ্বিতীয় ধাপে কাজটি আসে হেরিজিং রাস্তার কাজ পাস করা হয় ২০২২-২০২৩ অর্থ বছরে,কিন্তু সাবমারসিবল রাস্তার দুই পাশে পানি নিষ্কাশন করার জন্য

কালভার্ট নির্মাণ করা হয়,সেই কালভার্ট গুলোতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে,কিন্তু দ্বিতীয় হাইওয়ে হ্যারেজিং রাস্তার কাজটি করে ঔ সমস্ত নির্মাণাধীন কালভার্টের উপরে এবং রাস্তার মাটিগুলো নিয়ে আসার কথা ছিল অন্য জায়গা থেকে কিন্তু তা না করে, গ্রামের অসহায় মানুষদের উপরে জুলুম অত্যাচার করে ফসলি জমি,বাড়ি, বাড়ির পালান কেটে রাস্তা তৈরি করে আসছে। জমির মালিক মোঃ সিরাজুল ইসলাম তিনি জানান যে আমার ৮বিঘা ফসলের জমি কেটে আমার

ফসল নষ্ট করে, আমি প্রতিবাদ করতে গেলে আমার দিকে ঠিকাদার মোঃ জুয়েল রানা মারতে আসে। এ পর্যায়ে আমি সিরাজগঞ্জ কোর্টে গিয়ে একটি মামলা দায়ের করি, আমার জমিগুলো হল পাংকারুয়া মৌজায়, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার নিম্ন উল্লেখ করা হইলো: আর,এস,খতিয়ান নংঃ৪১০,আর এস দাগ নংঃ১৭,২০৬,২৪১,২৪৪,২৪৫,১৭৫,১৭৪। সর্বমোট =২৮৪শতক ভুমি বটে। সিরাজুল ইসলাম বলেন আমার ভুমির ক্ষতি নিষ্কৃতির জ্ঞাপন করছি। এই ঠিকাদার জুয়েল রানা, পংখারুয়া গ্রামের সাধারণ মানুষের অনেক ক্ষতি করে আসছে,তাই গ্রামবাসি তাদের ক্ষতিপূরণ এবং জুয়েলের কঠিনতম শাস্তি চায়।

Leave a Reply

Your email address will not be published.