এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীকে শুভেচ্ছায় লাখো জনতার ভীড়, দেখতে চান মন্ত্রী হিসাবে

এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগা ৩-(বদলগাছী-মহাদেবপুর আসনের নবনির্বাচিত নৌকার মাঝি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীকে শুভেচ্ছা জানাতে লাখো জনতার উপছে পড়া ভীড়। পুষ্পমাল্য ও হাতে হাতে ফুলের তোরা নিয়ে লাইন ধরে একের পর এক পুষ্পমাল্য ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সোমবার সকাল থেকেই বালুভরা আর বি স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয় শুভেচ্ছা জানানোর পালা। বেলা যতই বাড়ে ততই নেতা কর্মিসহ সাধারণ জনতার ভীড় জমে উঠে স্কুল মাঠ, স্থানীয় বাজার এলাকা, রাস্তাঘাটসহ আশে পাশে এলাকা। রাস্তায় যানজট সৃষ্টি হয়। উৎসুক জনতা দু-আড়াই কিলো দুরে মটর সাইকেল যানবাহন রেখে পায়ে হেঁটে স্কুল মাঠে জমায়েত হয়। হাজার হাজার জনতার ভীড়ে শুভেচ্ছা বিনিময় অনেকটা অগোছালো হয়ে পড়ে। জনতার মুখে মুখে একটি বাণী, এবার আমরা যোগ্য এমপি নির্বাচিত করেছি এবং তিনি মন্ত্রীত্ব পাবেন। সৌরেন্দ্রনথ মন্ত্রীর পদ পাবেন এমন গুঞ্জন বদলগাছী- মহাদেবপুর নির্বাচনী এলাকার মানুষের মুখে মুখে। নবনির্বাচিত এমপিকে নিয়ে এলাকার ৫শতাধীক নেতা কর্মিসহ সাধারণ জনগনের মতামত জানতে চাইলে মতামতে জানান তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীকে নওগাঁ ৩-আসনে নৌকা দিয়েছেন আমরা তাকে বিপুল ভোটে নির্বচিত করেছি। এখন আমাদের দাবী সৌরেন্দ্রনাথকে মন্ত্রীর পদ দিতে হবে। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনতার ভীড় দেখে উপস্থিত সাংবাদিকরা হতবাক হযে পড়েন। অতীত ইতিহাসে জেলায় কোন এমপি/মন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ে এতো জনসমাগম আর কখনো হয়নি। জনগনের উদ্দেশ্যে সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী বলেন, আমি এমপি নয় এমপি আপনারা, এ বিজয় আপনাদের। বিজয় মহাদেবপুর -বদলগাছী বাসীর।

এলাকার যে সব কাজ বাঁকী আছে তা করা হবে। এছাড়া অনেক বড় বড় কাজ করার পরিকল্পনা আমার আছে। সেটা জনগনের পরামর্শ নিয়ে করা হবে। আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের নিয়ে কাজ করতে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান ধলু, আনোয়ার হোসেন মঞ্জু, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.