ওয়াইজংশন বাজারবাসী পানির জন্য হাহাকার

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি : বান্দরবান সদর থেকে ১৯ কি.মি. দূরে অবস্থিত এই ওয়াইজংশন বাজারটি। এখানে স্থায়ী – অস্থায়ী ভাবে বসবাস করে ৩০/৩৫টি পরিবার।প্রতি বছর জানুয়ারী মাস থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ টানা ৬ মাস ধরে পানির জন্য হাহাকার হতে হয় ১২ মাইল ওয়াই জংশন বাজার বাসীদের।

বিশেষ করে মহিলাদের জন্য কষ্টের সীমাহীন থাকে না পানির জন্য। বর্তমানে বাজার সন্নিকটে মরা একটা ঝিড়ি রয়েছে। সেখানে ও তেমন পানি থাকে না। অনেকেই ভোর তিনটায় গিয়ে পানি সংগ্রহ করা জন্য চলে যায়।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, আমাদের এখানে পানির জন্য এতটা সংকট বলার ভাষা নেই। প্রতি বছর এই সময় পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়।

স্থানীয় কয়েকজন অনুরোধ করে বলেন, আপনার মধ্য দিয়ে প্রশাসন ও সরকার কাছে অবগতি জানাচ্ছি এবং আমাদের জন্য পানি ব্যবস্থা করে দিলে চির কৃতজ্ঞ থাকব বলে জানান।

এ ব্যপারে বাজার উন্নয়ন কমিটি সভাপতির সাথে আলাপ – আলোচনা করলে তিনি বলেন, আমাদের এই এলাকায় পানি সোর্স নেই। সেই কারণে কোথাও থেকে পানির সাপ্লাই লাইন আনা যাচ্ছে না বলে জানান। তবুও এলাকা জনপ্রতিনিধির সাথে এ ব্যাপারে কথা বলে দেখবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.