ও শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধায় পুস্প স্তবক অর্পনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস উদযাপন

মোঃ আনিছুর রহমান, প্রতিনিধি বেনাপোল  যশহর : বেনাপোলে বর্ণাঢ্য শোভা যাত্রা শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধায় ফুলের স্তবক অর্পন সহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজ, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন, আনছার সদস্য সহ বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস উদযাপন করেছে। তবে অন্যান্য বছরের মত এবছর বেনাপোলে দুই বাংলার মাতৃভাষা দিবস যৌথ ভাবে উদযাপন না হওয়ায় লোক সমাগম যেমন কম হয়েছে তেমনি উৎসাহ উদ্দিপনার ইমেজ ও কম ছিল। তবে স্বল্প পরিসরে বেনাপোল চেকপোষ্ট এলাকায় স্থানীয় সরগম একাডেমি আলোচনা, কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী ) রাত ১২.০১ টার পর থেকে এসব সংগঠন বেনাপোল পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার, কাগজপুকুর শহীদ বেদী ও বেনাপোল হাইস্কুলে আলাদা আলাদা পুস্পস্থবক অর্পন করেন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌর সভা প্রশাসক কাজী নাজিফ হাসান পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী নিয়ে সকাল ৮ টার সময় বেনাপোল বলফিল্ডে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন। এরপর পরই বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া থানা প্রশাসন এর পক্ষ থেকে সেখানে পুস্পস্তবক অর্পন করেন।

এরপর সকাল ৯ টার সময় বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বেনাপোল বাজার প্রদক্ষিন শেষে কেন্দ্রিয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় পুস্প স্তবক অর্পন করেন।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়ন এর সাধারন সম্পাদক বিএনপি নেতা সহিদ আলী শ্রমীকদের নিয়ে রাত ১২.০১ মিনিটে হাইস্কুলের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন শহীদদের স্মরনে।

এছাড়া বেনাপোলের সকল স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বলফিল্ড মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানায়।

স্থানীয় রাকিব জোয়ার্দার বলেন, প্রতিবছর আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলা ভাষা স্বীকৃতি পাওয়ায় ভারত বাংলাদেশ যৌথ ভাবে নোম্যান্সল্যান্ডে এ দিনটি উদযাপন করে। এবছর স্বল্প পরিসরেও হয়ীন দুই বাংলার মিলন মেলা। এতে করে উভয় দেশের ভাষাপ্রেমীরা ক্ষুব্ধ। তিনি আরো বলেন, হয়ত কালের পরিক্রমায় এদিনটি উদযাপন আমরা ভুলে যাব। প্রতিবছর দুর দুরান্ত থেকে বেনাপোল আসে এদিনটি উদযাপন এর জন্য ভাষা প্রেমীরা। এছাড়া ভারত বাংলাদেশের ভাষা প্রেমীর দিনটি উদযাপন এর আগে মিস্টি বিতরণ নোম্যান্সল্যান্ডে শহীদ বেদীতে পুস্প স্তবক অর্পন সহ দুই দেশের খ্যাতনামা শিল্পীরা নাচ গান আলোচনায় বিরোতিহীন ভাবে উদযাপন করত দিনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *