কবি,গল্পকার, নাট্যকার মোহাম্মদ আককাস আলীর ৯ম আবিষ্কার “জীবন মানেই নাটক”

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : ছোট ছোট নাটক ও গল্পের যৌবনে ভরা কবি,গল্পকার, নাট্যকার মোহাম্মদ আককাস আলীর ৯ম আবিষ্কার “জীবন মানেই নাটক “। এই বইটিতে নাটক আর গল্প দিয়েই ভরা। যা সমাজের বাস্তব চিত্র রূপকার হিসেবে তুলে ধরেছেন এই লেখক। বইটি বের হওয়ার পর পাঠকের কাছে বেশ সাড়া পড়বে বলে মনে করেন তিনি।
এই বইয়ের লেখক ও নাট্যকার মোহাম্মদ আককাস আলী বলেন, একসময় ছাত্র-ছাত্রীরা পাঠ্য বইয়ের পাশাপাশি বড় বড় মনীষীদের জীবনী, নাটক গল্প, উপন্যাস বই পড়তে পড়তে রাত কখন যে শেষ হতো টের পাইতো না। কোথায় গেল সেই সোনালী দিন ভাবতো অবাক লাগে।
তিনি আক্ষেপ করে বলেন,বই আর পাঠকেরা পড়ে না,বই নিয়ে তামোশা করে। বইকে নিয়ে সেলফি সেলফি খেলায় মেতে ওঠে। তিনি আরো বলেন, এখন পাঠক, কবি, লেখক, নাট্যকার সবাই বই নিয়ে সেলফি খেলায় খেলা করে এবং নিজের লেখা বইও  তারা পড়ে না। তিনি বই পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *