কবি- গুলজার রহমান! এর ”মুমিনে চির অম্লান”

কবি- গুলজার রহমান! 

”মুমিনে চির অম্লান”

হে রাহবার তুমি পাহাড়ের ন্যায় অটল!
প্রবাহিত ঝর্ণার মতো
স্বচ্ছ সুমিষ্ট জল,
মুমিনে ছিলে চির অম্লান
আরও দ্বীন সুরক্ষায় অবিচল।

ভূকম্পিত হলো যেন বিশ্বের জল ও স্থল
কাঁদিল লাখো কোটি প্রাণ,
যেন হায়নাদের রোষানলে হয়েছো বলিদান
জানি বিধাতা দেবে তার প্রাপ্য সম্মান।

দুর্বল ঈমানের জর্বা হয়ে
ছড়ালে কুরআনের আলো
কুৎসা মিথ্যা যতোই রটাক
জাতি তোমাকে বাসবেই ভালো।

অগ্নুৎ্পাতের ন্যায় উৎগ্রীরণ
সোচ্চার কণ্ঠ হিমালয়ের নতোন
অকুণ্ঠ ভরা সুমধুর তানে
কালের সাক্ষীতে ইতিহাস বহন।

যারা নষ্ট করছে তোমার সন্মান
তবু মুমিনে মাঝে চির-অম্লান
নিজেকে ভেবেছে যারা দামি ও মহান
জানি কলংকিত অধ্যায়েই তাদের স্থান!।।

Leave a Reply

Your email address will not be published.