কলমাকান্দায় বিজিবি ও ছাত্র সমাজের উদ্যোগে রাস্তা সংস্কার

পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের বৌবাজার হতে খারনই গ্রামে চলাচলের জন্য প্রায় ০১ কিলোমিটার এবং কচুগড়া গ্রামে চলাচলের জন্য প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি, ছাত্র সমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে সংস্কার করা হয়। ভারী বর্ষণের ফলে বর্ণিত রাস্তা দুইটির অনেক জায়গায় কর্দমাক্ত ও ক্ষতিগ্রস্থ হওয়ায় আজ মঙ্গলবার নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর খারনই ও কচুগড়া বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বৌবাজার হতে খারনই এবং কচুগড়া গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।
উপরোক্ত উপজেলার স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধি জানায় নেত্রকোণা ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, সনাতন ধর্মালম্বী ও গারো হাজংদের নিরাপত্তা বিধানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবাসহ জরুরী ত্রাণ ও কল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বর্ণিত রাস্তা দুইটি মেরামতের ফলে খারনই ও কচুগড়া এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে এবং এতে করে কৃষি পণ্য পরিবহন ও জরুরী সেবা প্রদান সহজতর হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published.