কালাইয়ে অপহরণের ১১ দিনেও খোঁজ নেই অপহৃত স্কুল ছাত্রীর

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে এস এস সি এডমিশনের জন্য বাড়ি থেকে ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণের ১১দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই ছাত্রীর পরিবার। গত (২৩ আগস্ট) বিকালে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন এলাকায় অপহরণের এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওই দিন বিকেলে ওই ছাত্রীর বাবা আলম ফকির বাদী হয়ে কালাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে উপজেলার একই ইউনিয়ন দুধাইল নয়া পাড়া গ্রামের আঃ মজিদের ছেলে (১৮) সাকিল ও তার বাবা আঃ মজিদ ও তার সাহেরা বেগম আতিকুল সাহারুল সহ ৫ জন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোসলেমগঞ্জ হাইস্কুল বিদ্যালয়ের থেকে ২০২৩ সালে এস এসি পরিক্ষাই উত্তর্ণী ছাত্রী সোলালী আক্তার (১৬) এবার ২০২৩/২৪ সালে কলেজ এ্যডমিশন নেওয়ার নেওয়ারঠ কথা বলে বাড়ি থেকে বের হয়। পথে প্রায়ই উত্ত্যক্ত করতো সাকিল। এ বিষয়ে সাকিলের পরিবারকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। গত ২৩ আগস্ট বিকেলে বাড়ি ফেরার পথে সাকিল ও তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।

অপহৃত ছাত্রীর বড় বোন ডিপালী বেগম বলেন, (২৩ আগস্ট) বিকালে আমার বোনকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সাকিল ও তার সহযোগীরা। আমার বোনের কোনো খোঁজ খবর না পেয়ে থানায় অভিযোগ করেছি’। থানাও আমার বোনকে উদ্ধার করতে পারেনি আসামীরা প্রভাবসালী হওয়াই পায়তা চলছে৷

কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসীম আল বারী বলেন, বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। বর্তমানে স্কুলছাত্রীকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.