কালাইয়ে পিতাকে হত্যার অভিযোগ পুত্র আটক

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:  জয়পুরহাটের কালাইয়ে বাবাকে হত্যার অভিযোগে শাহীন মণ্ডল (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৫মার্চ) বিকেলে  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন  জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব।
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসপি জানান, উপজেলার মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের রজ্জব আলী (৬০) ছিলেন পেশায় একজন ভ্যানচালক ও পুকুরের পাহারাদার। গত ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাতের খাবার খান। এরপর তিনি ওই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিমপাড়ায় অবস্থিত বড়পুকুরটি পাহারা দিতে বাড়ি থেকে চলে যান। পরের দিন ২২ ডিসেম্বর সকালে ওই বড়পুকুরের পানি থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। এতে পরিবারের সদস্যদের ধারণা হয়, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তাই ওই দিন বিকেলে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। সম্প্রতি ভিকটিম রজ্জব আলীর ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে পুলিশ জানতে পারে এটা কোনো দুর্ঘটনার মৃত্যু নয়। বরং এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি ভিকটিমের (রজ্জব আলী) স্ত্রী জামেনা বেগমকে জানানো হয়।
এরপর গত ৮ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে রজ্জব আলীর ছেলে শাহীন মণ্ডলকে বৃহস্পতিবার রাতে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। এরপর গতকাল শুক্রবার বিকেলে তাঁকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক ঘটনায় জড়িত থাকার বিষয় স্বীকার করে জবানবন্দি দেন। মামলাটি তদন্তাধীন আছে বলেও এসপি মুহম্মদ আব্দুল ওহাব জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *