মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বাজার মনিটরিং এর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল এবং সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান। এসময় একটি বেকারি কারখানা ও ৩ টি দোকান কে জরিমানা করা হয়।
শুক্রবার(৭ই মার্চ)বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ হাটের কয়েকটি দোকানে ও বৈরাগী বাজারের বেকারি কারখানায় পরিদর্শনে নানা অনিয়ম থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
এ সময় মূল্য তালিকা পরিদর্শন না করা, মেয়াদ না লিখা পন্য বিক্রি করার জন্য ৩ টি দোকান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৯ ধারায় ৫ হাজার ও বৈরাগীর বাজারের একটি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারী পণ্য উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।