কালাইয়ে আবাদী জমিতে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজয়পুরহাটের কালাইয়ে অনুমতি ছাড়াই প্রায় ৪৫ শতক উর্বর জমির মাটি কেটে পুকুর খনন এবং মাটি বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর মৌজাতে এ পুকুর খনন করছেন আব্দুল আউয়াল চৌধুরীর নামে একজন ব্যক্তি।

এ বিষয়ে আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আমার কেশার-পুকুর সংলগ্ন কিছু আবাদি জমির মাটি কেটে পুকুরটি একটু বড় করছি। এজন্য অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং কৃষি কর্মকর্তা বরাবরে আবেদন করেছি। এখনো অনুমতি পাইনি। তবে অনুমতি পাওয়ার আশাতেই পুকুর খনন শুরু করেছি।’

আব্দুল আউয়াল চৌধুরীর পিতা টুকু চৌধুরী বলেন, ‘একটি মুরগির শেড তৈরির জন্য আমাদের কেশার-পুকুরের পূর্ব পাশে কিছু আবাদি জমি ভরাট করছি। শেড তৈরি হলে কিছু ব্যাংক ঋণ পাব। এ জন্য পুকুর পুনঃ খনন করছি। একই সাথে ওই পুকুরের পশ্চিম দিকের কিছু আবাদি জমিও খনন করে পুকুরটি একটু বড় করছি। পুকুর খননের জন্য লিখিত ভাবে আবেদন করা হয়েছে।’

এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি বলেন, ‘এ বিষয়ে আমরা কয়েকটি লিখিত আবেদন পেয়েছি। কিন্তু কাউকেও পুকুর খননের অনুমতি দেওয়া হয়নি। অভিযুক্ত ব্যক্তি যাতে অশালী জমিতে পুকুর খনন না করেন- সেজন্য লোক পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published.