কালাইয়ে কৃষকরা  আলু  বাম্পার ফলনে আশাবাদী

মো : মোকাররম হোসাইন  কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে আলু চাষ হয়েছে। সারা মাঠ সবুজের সমারোহ সবুজের মেলা। দেখলেই মনে হয় গোটা মাঠ যেন সবুজে সবুজে ভরপুর।

চোখ ফেরানো দায় হয়ে পরে। চারিদিকে আলু পরিচর্যায় ধুম পড়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় জানান, এ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার ৬শত ২০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এতে লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার ৫ শত হেক্টর জমিতে আলু চাষ। কৃষি অফিস থেকে আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করায় কৃষকদের আলু চাষে আগ্রহ বেড়েছে। মাঠে সরিষা গাছের অবস্থা খুবই ভাল, নেই কোন রোগবালাই তাতে চাষীদের মনে আসার আলো মুখে ফুটেছে হাসি।

এ উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রামের শ্রী মহন চন্দ্র রায়, জিন্দারপুর ইউনিয়নের বেগুন গ্রামের তুহিন চৌধুরী, পুনট ইউনিয়নের পাঁচ গ্রামের এরশাদ আলী, আহম্মেদাবাদ ইউনিয়নের বালাইট গ্রামের মোফাজ্জল, হাতিয়র গ্রামের  জালাল উদ্দিন  হোসেন, উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামের হযরত আলী সহ চাষীরা জানান, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে আলুর ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা।

তারা আরো জানান বাজার দর যদি ভালো হয়, তাহলে আলু বাজারে বিক্রয় করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কালাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় আরও বলেন, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বা প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা ও কৃষকরা লাভবান হবে বলেও তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published.