মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার একের পর এক বিদ্যুৎ চালিত সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনায় মাঠের বোরো ধান ও আলু নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। সেচ সুবিধা বন্ধ হয়ে পড়েছে চুরি যাওয়া সেচ পাম্প এলাকার ফসলি মাঠে। নতুন করে ট্রান্সফরমার স্থাপন করে আবার কবে নাগাদ সেচ পাম্প চালু হবে এ নিয়েও রয়েছে সংশয়। যদিও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, খুব দ্রুত সংযোগ দিয়ে চালু করা হবে সেচ পাম্পগুলো। জানা গেছে, গত দুমাসে উপজেলার উদয়পুর ইউনিয়ন এলাকার ফসলি মাঠে বেশ কয়েকটি গভীর নলকূপের ট্রান্সমিটার চুরি হয়। এভাবে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় মাঠের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ করেও চোর চক্রের কেউ আটক না হওয়ায় চুরির হিড়িক বাড়ছে দিন দিন এমন অভিযোগ ভুক্তভোগী সেচ পাম্প মালিক সানোয়ার রাসেল ও অপারেটরদের।
তাদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলেও এখন পর্যন্ত হদিস মেলেনি চুরি যাওয়া ট্রান্সফরমারের বা এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। ফলে চুরির ঘটনা বাড়ছে দিন দিন।
রবিবার ২৪ নভেম্বর দিবাগত গভীর রাতে আবারও কালাই ঠুসি গাড়ি তেল পাম্পের পার্শে আমরা মূল গ্রামের রাসেলের গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
এবিষয়ে ভুক্তভোগী ইমরান কবির রাসেল বলেন,আমি থানায় অভিযোগ দিয়েছি পল্লী বিদ্যুত অফিসেও দিলাম পল্লী বিদ্যুৎ অফিস এখন বলছে ট্রান্সফরমার টাকা দিয়ে ক্রয় করতে হবে এক একটা ট্রান্সফরমারের দাম ৭০ হাজার টাকা খরচসহ প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা লাগবে এই মুহূর্তে এত টাকা ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয়, ট্রান্সফরমার চুরির বিষয়ে প্রসাসনের কোন তৎপরতা এই মুহূর্তে নাই আমি অভিযোগ দিয়ে আসলাম ওরা রিসিভ করে নিল এছাড়া আর কিছু নেই। বেশি ভাগ চুরির ঘটনা এগুলা বিদ্যুতের কর্মচারীদের ,কর্মচারী দ্বারা সংঘটিত হয়,সাধারণ মানুষের নাগালের বাইরে এই মুহূর্তে কৃষকের জমিতে সেচ দিব কিভাবে৷
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার, আবু উমাম মঃ মাহবুবুল হক জানান, এ ঘটনায় যত দ্রুত সম্ভব ওই সেচ পাম্পে ট্রান্সফরমার স্থাপন করে সংযোগ চালু করা হবে। বিশেষ করে চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দেখভাল করেন, ওসি জাহিদুল ইসলাম জানান, আমি সকালে তদন্তের কাজে বের হয়েছি আমি এখনো কিছুই জানি না তবুও বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হবে।